২১/০৬/২০২৫, ২৩:১০ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২৩:১০ অপরাহ্ণ

ঢাবির সাবেক শিক্ষার্থী সংবাদ পাঠিকা তরীর অস্বাভাবিক মৃত্যু

সাবেক সংবাদ উপস্থাপিকা ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমদে তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) বিকালে রাজধানীর নিউ ইস্কাটন থেকে পরিবারের সদস্যরা তরীকে অচেতন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু। তিনি জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ‘অস্বাভাবিক’ মৃত্যুর আলামত পাওয়া গেছে তরীর মরদেহ সুরতহালে। তার নাক দিয়ে সাদা ফেনা পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

জানা যায়, চ‍্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন সাফিনা আহমেদ (তরী)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তিনি। সর্বশেষ ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন তিনি। রাজধানীর ইস্কাটনে বোন ও মায়ের সঙ্গে তিনি থাকতেন। দুই বোনের মধ্যে তিনি বড় ছিলেন।

নিহতের মা সংবাদমাধ্যমকে জানান, নিজের রুমে তরীকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে মুগদা হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পড়ুন : ঢাবির মেধাবী শিক্ষার্থী সাম্য হত্যাকান্ড, নেত্রকোনা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন