০৮/১১/২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাবির সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হতে যাচ্ছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য নির্বাচিত পাঁচজন। এরইমধ্যে কারা হবে সদস্য সেই সিদ্ধান্ত হয়ে গেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ডাকসুর কার্যনির্বাহী পরিষদের আলোচনা সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে ডাকসু থেকে সিনেটের পাঁচজন সদস্য কে হবেন তা সাংবাদিকদের জানিয়েছেন সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

তিনি বলেন, ‘ভিপি, জিএস, এজিএসসহ সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাবিকুন্নাহার তামান্না সিন্ডিকেট সদস্য হবেন। আর অনাবাসিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহও সিন্ডিকেট সদস্য হবেন।’

এছাড়া ডাকসুর কোষাধ্যক্ষের দায়িত্ব কে নেবেন, এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন এস এম ফরহাদ।

তিনি বলেন, ‘যে যেই মতেরই হোক না কেন আমরা সব শিক্ষার্থীদের জন্য কাজ করবো, তাদের কণ্ঠস্বর হতে চাই। স্বল্প সময়ের মধ্যে সব সদস্যদের জন্য এক বছরের নির্বাহী পরিকল্পনা প্রস্তুত করবো।’

গত ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে ছিলেন ১ হাজার ৩৫ জন।

নিবাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২৩টি পদেই বিজয়ী হন।

এছাড়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন তিনটি সম্পাদক পদে। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জুলাই আন্দোলনের আলোচিত মুখ স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বি ও সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মো. যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের) জয়ী হয়েছেন। আর সদস্য পদে বিজয়ী হয়েছেন হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।

বিজ্ঞাপন

পড়ুন: ডাকসুর ফলাফল ঘিরে থমথমে ঢাবি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন