১০/১১/২০২৫, ২৩:৩২ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২৩:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তদন্ত প্রতিবেদন: মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ ‘পাইলটের উড্ডয়ন ত্রুটি’

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাটি পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে ঘটেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, তদন্তে দেখা গেছে, ঘটনাটি পাইলটের উড্ডয়ন ত্রুটির ফল। ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে এখন থেকে প্রশিক্ষণ উড্ডয়ন ঢাকার বাইরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, স্কুল ভবন নির্মাণের সময় রাজউকের ভবন নির্মাণ নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

তদন্ত প্রতিবেদনে এ তথ্যও উঠে এসেছে যে, ভবনের অবস্থান ও উচ্চতা বিমানবাহিনীর নিরাপত্তা বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না, যা দুর্ঘটনার মাত্রা বাড়িয়ে দেয়।

উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান এফ–৭ বিজিআই বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ বহু শিক্ষার্থী নিহত হন।

পড়ুন: নির্বাচনের আগে ভারত থেকে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন