27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

এওএবির ১২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বেসরকারি এভিয়েশন মালিকদের সংগঠন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) ১২তম বার্ষিক সাধারণ সভা স্যামসন সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) সভাটি অনুষ্ঠিত হয়।

এওএবির সভাপতি ও স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে, নির্বাচনোত্তর নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়। তারা হলেন- সভাপতি পদে স্কয়ার এয়ার লিমিটেডের অঞ্জন চৌধুরী, মহাসচিব পদে নভোএয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, সহসভাপতি-১ পদে মেঘনা এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামাল, সহসভাপতি-২ পদে ইউ এস বাংলা এয়ারলাইনস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ পদে ইমপ্রেস এভিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন, যুগ্ম সচিব পদে ব্লু ফ্লাইং একাডেমি লিমিটেডের আব্দুল্লাহ আল জহির স্বপন, সাংগঠনিক সম্পাদক পদে বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস লিমিটেডের রাকিবুল কবির, প্রকাশনা সম্পাদক পদে স্কাই ক্যাপিটাল এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান। এছাড়া, সদস্য পদে সাউথ এশিয়ান এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, বসুন্ধরা এয়ার ওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, বিআরবি এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, এবং গ্যালাক্সি ফ্লাইং একাডেমি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস।

সভায় উপস্থিত ছিলেন মফিজুর রহমান, জেড মাহমুদ মামুন, খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, বসুন্ধরা এয়ার ওয়েসের প্রধান পরিচালন কর্মকর্তা এ এস এম মুস্তাফিজুল হক, স্কাই ক্যাপিটাল এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা জে এম মোস্তাফিজুর রহমান, বেক্সিমকো এভিয়েশনের প্রধান পরিচালন কর্মকর্তা গুলজার হোসেইনসহ আরো অনেক গণমান্য ব্যক্তিরা।

সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, ‘বর্তমানে দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

মহাসচিব মফিজুর রহমান উল্লেখ করেন, ‘জেট ফুয়েলের দাম, কাস্টমস জটিলতা ও সিভিল এভিয়েশন নির্ধারিত উচ্চহারে বিভিন্ন ফি এবং সারচার্জ এ খাতের মালিকদের মহাসংকটে ফেলেছে।’

এনএ/

দেখুন: ৪৩ তম বিসিএসে বাদ পড়াদের সচিবালয়ের সামনে অবস্থান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন