১০/১১/২০২৫, ৬:৫৯ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৬:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তাজমহল পরিদর্শনের পরিকল্পনা বাতিল করলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে তাজমহল পরিদর্শনের পরিকল্পনা বাতিল করেছেন ভারত সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। যদিও এর জন্য কোনো আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি। তবে নিরাপত্তা উদ্বেগ এই পরিকল্পনা বাতিলে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

নয়াদিল্লিতে ভারতীয় কর্মকর্মাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণের পর বৃহত্তর ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আফগান পররাষ্ট্রমন্ত্রীর আজ রোববার (১২ অক্টোবর) আগ্রার তাজমহল পরিদর্শনে যাওয়ার কথা ছিল।

গত শনিবার (১১ অক্টোবর) ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে খ্যাতনামা ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেন আমির খান মুত্তাকি। এদিন দুপুরে তিনি দেওবন্দ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) মুত্তাকির সাতদিনের এই সফর শুরু হয়। ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন-সমর্থিত সরকারের পতনের পর শীর্ষ কোনো তালেবান নেতার প্রথশ নয়াদিল্লি সফর এটা। মুত্তাকির সফর শুরুর প্রথম দিন রাতেই আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বড় বিস্ফোরণের ঘটনা ঘটে।

কাবুলে বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনার সৃষ্টি হয়। জল্পনা শুরু হয়, তেহরিক-ই-তালিবান তথা টিটিপির প্রধান নুর ওয়ালি মেহসুদসহ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে পাকিস্তান এ হামলা চালিয়েছে। তবে পরে আফগানিস্তানের কর্মকর্তারা মেহসুদ নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন।

ওই বিস্ফোরণের ঘটনায় শুক্রবার (১০ অক্টোবর) পাকিস্তানকে দায়ী করে এক বিবৃতি দেয় আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপর আফগানিস্তানের উত্তরে সীমান্তের একাধিক পার্বত্য এলাকায় পাকিস্তানি সেনাচৌকিতে পাল্টা হামলা চালায় আফগান বাহিনী।

তালেবান কর্মকর্তারা বলেছেন, পাকিস্তান গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) আকাশসীমা লঙ্ঘন করে আফগান সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা ফেলে। তার প্রতিশোধ নিতে শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে সীমান্তে অভিযান চালানো হয়েছে। সবশেষ তথ্য মতে, আফগান বাহিনীর অভিযানে পাকিস্তানের অন্তত ৬৫ জন নিহত হয়েছেন।

পড়ুন : ভারতে আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ, বিতর্কের ঝড়

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন