31 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_imgspot_img

তাপসী পান্নুর নতুন সিনেমা…

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। গেল মাসেই মুক্তি পেলো তার অভিনীত সিনেমা ‘হাসিন দিলরুবা টু।’ মূলত এই সিনেমা দিয়েই আলোচনায় আসেন তাপসী পান্নু। এবার আবার নতুন সিনেমার ঘোষণা দিলেন তাপসী পান্নু।

সিনেমাটি নেটফ্লিক্সের প্রচার করা হবে। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়, ‘গান্ধারী’ নামে সিনেমা নিয়ে আসছেন তাপসী। সিনেমাটি মা-সন্তানের ভালোবাসার গল্পে নির্মাণ করা হবে বলে জানা গেছে। সিনেমায় নিজের সন্তান রক্ষার্থে একটি ‘মিশনে’ যাবেন তাপসী।

এই সিনেমা কণিকার চিত্রনাট্যে ‘গান্ধারী’ নির্মাণ করবেন দেবাশীষ মাখিজা। শুধু সিনেমার গল্প লেখা নয়, এর প্রযোজনার দায়িত্বেও রয়েছেন কণিকা।

তাপসীর এই সিনেমা ঘিরে ভক্তদের রয়েছে দারুণ আগ্রহ। একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অভিনেত্রী হিসেবে তাপসী দারুণ। ওর জন্যই সিনেমাটি দেখব।’ তাপসীর আরেক ভক্ত লেখেন, ‘দারুণ খবর। অনেক দিন ধরে তাপসীকে অ্যাকশনধর্মী কাজে দেখার জন্য অপেক্ষা করছি।’

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন