32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বিয়ে তো দূরের কথা, তামান্নার প্রেমের সম্পর্কটাই ভেঙে গেল

দক্ষিণে ওপেন সিক্রেট তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেম কাহিনী। সিনেপাড়ায় ‘পাওয়ার কাপল’ তকমা পেয়েছিল এই জুটি। কথা ছিল শিগগিরই চার হাত এক হবে। শুভ পরিণয়ের আগেই ফাটল ধরেছে প্রেমের সম্পর্কে। দু’জনেই প্রেম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু হঠাৎ কেন ছন্দপতন।

রিয়েলিটি শো কিংবা বিয়ের অনুষ্ঠান সবখানেই একসাথে দেখা যায় তাদের। বিজয় বহুবার গণমাধ্যমকে বলেছেন, তাঁরা ডেট করছেন। তারা দু’জন প্রেম সম্পর্কে আছেন এবং পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে চান। তাই সম্পর্ককের কথা কখনো গোপন রাখতে চাননি । একই সুর শোনা গেছে তামান্নার কণ্ঠেও।    

সব কিছু ঠিক থাকলে ২০২৫ সালে বিয়ের কথা ছিল তামান্না- বিজয়ের

তার প্রস্তুতিও শুরু করেছিল এই তারকা জুটি। কিন্তু বিয়ের আগেই পথ আলাদা হল দুই তারকার। বলিউডের একটি সূত্র জানিয়েছে, এক সপ্তাহ আগেই তাদের সম্পর্ক ভেঙেছেন। নিজেদের সম্পর্ককে আর এগিয়ে নিতে চান না বিজয় এবং তামান্না। এখন থেকে তারা শুধুই ভালো ‘বন্ধু’।

সাম্প্রতিক সময়টা ভালোই যাচ্ছে তমন্নার। যে গানেই নাচছেন তাই ‘হিট’। গত বছরের শেষে ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানের নাচে মাতিয়েছিল ভারতসহ গোটা বিশ্বকে।

দুই তারকার প্রেমের বিচ্ছেদে হতাশা প্রকাশ করেছেন তার ভক্ত অনুরাগীরা।

পড়ুন : ১৩ বছর প্রেমের পর বিয়ে করলেন মেহজাবীন চৌধুরী

দেখুন : যে দেশে ডি*ভোর্স মানেই উৎসব, বিয়ে করেন ১৫-২০ বার |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন