১০/১১/২০২৫, ৭:০৬ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৭:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তামিমসহ যে ১৫ জন সরে গেলেন বিসিবির নির্বাচন থেকে

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন সামনে রেখে বুধবারের (১ অক্টোবর) সকালটা ছিল বেশ আলোচনামুখর। অবশ্য আগে থেকেই গুঞ্জন ছিল নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হলোও তাই। সরকারি হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে দু’জন বাদে পুরো প্যানেলসহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নিজের প্রার্থিতা তুলে নেন এই ক্রিকেটার।

আজ সকাল সোয়া দশটার দিকে তামিম ইকবাল তার প্যানেলের সদস্য রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামানসহ অন্যদের নিয়ে বিসিবি কার্যালয়ে উপস্থিত হন এবং রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

তার সঙ্গে প্রার্থীতা প্রত্যাহার করা অন্যরা হলেন, ইন্দিরা ক্রীড়া চক্র থেকে রফিকুল ইসলাম বাবু, মোহামেডানের মাসুদুজ্জামান, ফেয়ার ফাইটার্সের সাঈদ ইব্রাহীম আহমেদ, চট্টগ্রাম জেলার মির হেলাল, তেজগাঁও ক্রিকেট একাডেমির সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, এক্সিউম ক্রিকেটার্সের ইসরাফিল খশরু, প্রগতি সেবা সংঘের সাব্বির আহমেদ রুবেল, পাবনার তৌহিদ তারেক, শাইনপুকুরের আসিফ রাব্বানী, ক্যাটাগরি-৩ এর সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, আজাদ স্পোর্টিংয়ের ইয়াসির আব্বাস, সূর্যতরুণের ফাহিম সিনহা, গোপিবাগ ফ্রেন্ডসের সাইফুল ইসলাম সপু ও বাংলাদেশ বয়েজের ওমর শরীফ মোহাম্মদ ইমরান।

এদিকে, তামিম ইকবালের প্যানেল থেকে নাম প্রত্যাহার করেননি ইসতিয়াক সাদেক ও শানিয়ান তানিম।

বিসিবির নির্বাচন থেকে প্রত্যাহারের তালিকাঃ

১. তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস)
২. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র)
৩. মাসুদুজ্জামান (মোহামেডান)
৪. সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
৫. মির হেলাল (চট্টগাম জেলা)
৬. সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
৭. ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স)
৮. সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)
৯. তৌহিদ তারেক (পাবনা)
১০. অসিফ রাব্বানী (শাইনপুকুর)
১১. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩)
১২. ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)
১৩. ফাহিম সিনহা (সুর্যতরিণ)
১৪. সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস)
১৫. ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ)

পড়ুন : বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন