নানা ঘটনাপ্রবাহে ভারত বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফিরলেও এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি তামিম ইকবালের। বারবার বিসিবি থেকে বলা হয়েছে তামিমের সঙ্গে বসে তাঁর ভবিষ্যত পরিকল্পনা জানতে চাওয়া হবে।
যদিও সেটা পুরোপুরি আলোর মুখ দেখেনি। এরমধ্যে দেশে ক্ষমতার পটপরিবর্তন হওয়ায় অনেকটা অন্তরালে চলে গেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
নাজমুল হাসানের অনুপস্থিতিতেই ঘোষণা হয়েছে পাকিস্তান সফরের বাংলাদেশ দল। গতকাল দল ঘোষণার পর আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
প্রসঙ্গ ক্রমে এসেছে তামিমের ভবিষ্যত পরিকল্পনার বিষয়টিও। প্রধান নির্বাচক হিসেবে তামিমের সঙ্গে বসার উদ্যোগ নেওয়া হবে কি না এমন এক প্রশ্নে গাজী আশরাফ বলেছেন, ‘আগে আমরা জানতাম যে সভাপতি (নাজমুল হাসান পাপন) সাহেবের সঙ্গে তামিমের একটা বৈঠক হবে।
এরপর একটা সিদ্ধান্ত আসবে। সে সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার একটা ভাবনা ছিল। তবে আমার মনে হয় যে এখন যেহেতু অনেক কিছু বদলে যাচ্ছে, সে আলোকে কথা বলে অন্তত তামিম ইকবালের মতামতটা জানতে আমার সমস্যা নেই।’