26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

তারকাদের সাজে বসন্তের আমেজ

কোনোরকম দাপট ছাড়াই ষড়ঋতুর দেশ থেকে বিদায় নিয়েছে শীত, আজ শুক্রবার তারকাদের সাজে পয়লা ফাল্গুনের মাধ্যমে বাঙালি সংস্কৃতির প্রিয় ঋতু বসন্তের আগমন ঘটেছে। বাংলা বছরের সর্বশেষ ঋতু হিসেবে ফাল্গুনের আগমন উদযাপন করতে দেশের বিভিন্ন প্রান্তে চলছে উৎসবের আমেজ। বিশেষ করে এই দিনে ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে সামাজিক মাধ্যম, আর তারকাদের সান্নিধ্যেও যেন বসন্তের ছোঁয়া স্পষ্ট।

ফাল্গুন মানেই হলুদ, গেরুয়া বা বাসন্তী রঙের পোশাকের ছড়াছড়ি। দেশের সাধারণ মানুষ থেকে তারকারাও বিশেষভাবে ফাল্গুন উদযাপন করেছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি এবং ক্যাপশনগুলির মধ্যে গাঁথা ছিল ফাল্গুনের আনন্দ, এবং সেগুলি ভাইরাল হতে সময় নেয়নি।

ফাল্গুনের প্রথমদিন উদযাপনে সবার আগে এগিয়ে এসেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তিনি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, নাতিশীতোষ্ণ আবহাওয়ার মাঝে আগাম বসন্তকে স্বাগত জানিয়ে হলুদ শাড়িতে সেজে উঠেছেন। সামাজিক মাধ্যমে তিনি একাধিক ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে হলুদ শাড়ি ও ফুলের সঙ্গে মিলেমিশে বসন্তের আবহে দেখা গেছে। ছবি শেয়ার করে তিশা ক্যাপশন দেন, ‘ফাগুন এসেছে’। এর পরেই তিশার ভক্তরা তার সাজে মুগ্ধতা প্রকাশ করেছেন।

এছাড়া অভিনেত্রী জিনাত শানু স্বাগতাও ফাল্গুনের আগমন উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, গানে গানে সুরে সুরে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোনে, আগুন লেগেছে বনে বনে।” এই উচ্ছ্বাস পূর্ণ লেখা থেকে বোঝা যাচ্ছে, তিনি বসন্তের সুরে ভরপুর এবং উৎসাহিত।

অভিনেত্রী নোভা ফিরোজও ফাল্গুনের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছেন। তিনি লিখেছেন, “কোকিল ডাক দিক বা না দিক, ফুল ফুটুক বা না ফুটুক তারপরও জানাই ফাল্গুনের শুভেচ্ছা।” তার এই শুভেচ্ছা এবং আনন্দমুখর পোস্টে তার ভক্তরা উৎসবের আনন্দে শামিল হয়েছেন।

তারকাদের সাজে বসন্তের আমেজ

বসন্তের আগমনে সারা দেশের মানুষ এবং শোবিজের তারকারাও যেন এক হয়ে উঠেছেন। হলুদ পোশাক, ফাল্গুনী রঙ এবং বসন্তের উদ্দীপনা যেন প্রাণে প্রাণ মেলেছে। ফাল্গুন আসার সঙ্গে সঙ্গে চারপাশে বইছে এক নতুন হাওয়া, যা জীবনের রঙিন দিকগুলিকে আরো উজ্জ্বল করে তুলছে।

পড়ুন :বলিউড তারকা সাইফ আলির ওপর হামলাকারী বাংলাদেশি

দেখুন :তারকাদের তারকা ছিলেন রিজওয়ানা আর এখন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন