২১/০৬/২০২৫, ২৩:৪৫ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২৩:৪৫ অপরাহ্ণ

তারল্য সংকটে ছোট হচ্ছে শেয়ারবাজার

তারল্য সংকটে স্থবির পুঁজিবাজার। বিনিয়োগকারীদের লোকসানের পাশাপাশি হাউজগুলোর কার্যক্রম বন্ধে ছোট হয়ে পড়েছে অর্থনীতির এ গুরুত্বপূর্ণ খাত। তাই গতিশীলতা আনতে অর্থ বরাদ্দের পাশাপাশি দ্রুত আনতে হবে ভালো কোম্পানি-বলছেন বিশেষজ্ঞরা।

পুঁজিবাজারে তারল্য সংকটের সমস্যা নতুন নয়। বাজার যখনই খারাপ হয় তখনই লেনদেন কমে আসে তলানিতে। আবার টানা ঊর্ধ্বগতিতে টাকা আসে বানের পানির মতো।

গেল ৯ মাসে একদিনও পুঁজিবাজার দেখেনি হাজার কোটি লেনদেনের মুখ (গ্রাফিক্স)। সূচক ও মূলধন কমে যাওয়ায় বিনিয়োগকারীদের রাস্তায় নেমে আন্দোলন-মিছিলের ঘটনা এখন নিত্যদিনের কর্ম।

শেয়ারবাজার মন্দায় লোকসানে বিনিয়োগকারীরা, বন্ধ হচ্ছে হাউজগুলোর শাখা। বিনিয়োগ ফান্ড গেছে আটকে, নেগেটিভ ইক্যুইটি গলার কাঁটা।

শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি এতোটাই নাজুক যে হতাশ বিনিয়োগকারীরা দেখছেন না দৃশ্যত কোন পদক্ষেপ যা বাজারকে করতে পারে গতিশীল। তবে এ মূহূর্ত্বে গ্রামীন ফোন-রবির মতো সুনাম রয়েছে এমন কোম্পানি দ্রুত তালিকাভুক্তি, নতুন করে বাড়াতে পারে শক্তি।

তবে ভালো কোম্পানি আনতে হলে দিতে হবে ভালো দাম। নইলে বৈঠক আর সিদ্ধান্তের বিজ্ঞপ্তি সীমাবদ্ধ থাকবে শুধু কাগজে-কলমেই।

দিন যত যাচ্ছে তত ছোটো হচ্ছে শেয়ারবাজার। তবে এ মূহূর্ত্বে সরকারের অর্থ বরাদ্দের সহযোগিতা ছাড়া বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা।

এনএ/

দেখুন: শেয়ারবাজার: প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নে সময় নির্ধারণ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন