ড্যাব ও শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেত্রী, শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বাক ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, শেরপুরের উন্নয়নের জন্য আমরা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে শেরপুর জেলার তিনটি আসনই উপহার দিতে চাই। যেই ধানের শীষের প্রার্থী হবেন আমরা তার জন্যই কাজ করবো।
তিনি বলেন, আমি একটি মেডিক্যাল কলেজে পাচঁ বছর শিক্ষকতা করেছি। কাজেই শিক্ষকদের প্রতি আমার একটি অধিকার রয়েছে। আমি আপনাদের সমর্থন চাই। আমাকে বিগত ২০১৮ সালের প্রহসনের নির্বাচনে পরাজিত করা হয়েছিলো। সে সময় বিএনপিমনা শিক্ষকদের নির্বাচনের দায়িত্ব পর্যন্ত পালন করতে দেয়া হয়নি। আমি আপনাদের সবার সহযোগিতা ও সমর্থন চাই। এমপি হতে পারলে শেরপুরের শিক্ষক, মেহনতি মানুষ ও নারীদের উন্নয়নে কাজ করবো।
ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ৫ জুলাই শেরপুর শহরের সিংপাড়ার তার বাসায় শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো: হযরত আলী, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, শেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মোহসিন আলী আকন্দ, সাধারণ সম্পাদক আজহার আলী।
এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহার আলী আতা, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল, শেরপুর সদর উপজেলা যুবদলের সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
