১০/১১/২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে : নুরুল ইসলাম নয়ন

বিজ্ঞাপন

‎ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ভোটাধিকার কার্যকর না হওয়া পর্যন্ত মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তারেক রহমানরের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

‎শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে মনপুরা থেকে বেতুয়া লঞ্চ ঘাটে আগমনের পর চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎নুরুল ইসলাম নয়ন বলেন, তারেক রহমান গত ৫ আগস্ট থেকে ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এতে দেশের মানুষ ভোটাধিকার ফিরে পায়, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং আইনশৃঙ্খলা কার্যকর হয় তাতে ন্যায্য বিচার নিশ্চিত হবে।

‎তিনি চরফ্যাশনবাসীর উদ্দেশ্যে বলেন, আমাকে যদি দল মনোনীত করে, আমি এই এলাকায় অভূতপূর্ব উন্নয়ন ঘটাব। আমি এই এলাকার সন্তান, আমার শৈশব কেটেছে এই মাটিতে। এলাকার জনগণ আমার আত্মীয়-স্বজনের চেয়ে প্রিয়জন।

‎এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এছাড়াও চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরআগে নুরুল ইসলাম নয়নকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন।

‎পড়ুন : চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে বিএনপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন