১৫/০৬/২০২৫, ৯:১৬ পূর্বাহ্ণ
28.1 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৯:১৬ পূর্বাহ্ণ

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর শহরের গুহলক্ষিপুর হিন্দু ম্যাচের মাঠে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী আঃ ছালাম সিকদার-এর সভাপতিত্বে শুক্রবার এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১৭টি বছর আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করেছি। আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের নেতা কর্মীরা বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন। আমরা মাসের পর মাস বছরের পর বছর জেলখানায় জীবনযাপন করেছি।

তিনি আরো বলেন, সারা বাংলাদেশের মানুষ যেন ভালো থাকতে পারে, বাংলাদেশ যেন ভালো থাকতে পারে সেই খেয়ালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। ৩১ দফা ১ থেকে ৩১ পর্যন্ত আপনারা যদি ভালোমতো পড়েন এবং উপলব্ধি করেন দেখবেন একটা দেশ পরিচালনার জন্য একটা জাতিকে পরিচালনার জন্য যে সমস্ত জিনিস দরকার প্রতিটি জিনিসই ৩১ দফার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

লন্ডন থেকে বাংলাদেশের মানুষের জন্য এত চিন্তা ভাবনা করার জন্য অনুষ্ঠান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয় তার তীক্ষ্ণবুদ্ধি এবং চিন্তা ভাবনা দিয়ে আজকের বাংলাদেশ এগিয়ে যাবে বলে দাবি করা হয়।

এছাড়া উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের সহ-সভাপতি অলিউর রহমান বাচ্চু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কেএম আলমাস,১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল করিম, জেলা ছাত্রদলের সাবেক সমাজকল্যাণ সম্পাদক নাজমুল হাসানসহ স্থানীয় ১৭ নং ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক জহুরুল হক ঝন্টু এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হামিদুর রহমান রবিন।

পড়ুন : ফরিদপুরে বিনা টাকায় পুলিশে চাকুরী পেলো ২৭ জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন