১৯/০৭/২০২৫, ২:৫৫ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:৫৫ পূর্বাহ্ণ

তারেক রহমান দেশে ফিরলে এনসিপি ধূলিসাৎ হয়ে যাবে : অ্যাডভোকেট শাহীনুর

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীনুর বেগম সাগর বলেছেন, দেশ নায়ক তারেক রহমান শীঘ্রই দেশে আসবেন, যেদিন তারেক রহমান বিমানবন্দরে নামবেন, সেদিন যতসব আগাছা-এনসিপি, যত-সিপি আছে, যত ক্রিমিনাল পার্টি আছে সব ধূলিসাৎ হয়ে যাবে।

আজ শনিবার (১৪ জুন) দুপুরে জেলা সদরের সোনাপুরে নিজ বাসভবনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সম্প্রীতির বন্ধনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট শাহীনুর বেগম সাগর বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের এক বিরল অভিজ্ঞতা বর্ণনা করে আরো বলেন, বর্তমানে ব্যাপকভাবে সন্ত্রাস, চাঁদাবাজ, সন্ধ্যার পরে হাইজ্যাক-ছিনতাই বেড়ে গিয়েছে। এগুলোর পৃষ্ঠপোষকতা করছে আওয়ামী লীগের একটি অংশ। তারা মাঠে নেমেছে দেশের পরিস্থিতি যেন নষ্ট হয়ে যায় এবং কোনভাবেই যেন দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরতে না পারে। আমাদের সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, আওয়ামী লীগের কোন চক্রান্তে আপনারা পা দিবেন না।

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডাররা আমাদেরকে অবরুদ্ধ করেছে, আমাদের গাড়ি, মোটরসাইকেল ভাঙচুর করে লুট করে নিয়েছে। গত ৫ আগষ্টের পর সেই ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা অনেকেই আমাদের ব্যানারে আসার চেষ্টা করছে। যারা বিএনপির ব্যানারে আসার চেষ্টা করছে, তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার আহব্বান জানান এই নেত্রী।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকা পল্টন থানা শ্রমিক দলের আহ্বায়ক মো. আবু তাহের, নোয়াখালী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক ফারজানা সামছ্ টুম্পা, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. আমজাদ হোসেন, নোয়াখালী পৌর ছাত্রদল নেতা ওয়াসিম প্রমূখ উপস্থিত ছিলেন।

এনএ/

দেখুন: তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন