আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানিকে গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত এক কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২২ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। যদিও তালেবান সরকার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে, তবুও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইয়ের ওয়েবসাইটে এখনও সিরাজুদ্দিন হাক্কানির তথ্যের জন্য পুরস্কারের ঘোষণা মুছে ফেলা হয়নি।
এফবিআই জানায়, সিরাজুদ্দিন হাক্কানি মার্কিন ও মিত্র বাহিনীর বিরুদ্ধে সীমান্তবর্তী হামলার সমন্বয়ের দায়িত্বে ছিলেন। তিনি আফগানিস্তানের সরকারের অন্যতম শীর্ষ নেতা এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে দায়িত্ব পালন করছেন। এদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সরকার সিরাজুদ্দিন হাক্কানির বিরুদ্ধে এক কোটি ডলারের পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্তটি নেওয়ার মাত্র দুই দিন আগে, তারা ২০২২ সালের ডিসেম্বরে আফগানিস্তানে অপহৃত মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যানকে মুক্তি দেয়।
গ্লেজম্যানের মুক্তির পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এটিকে ‘ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন এবং কাতারের ভূমিকার প্রশংসা করেছেন। তালেবান সরকার বলেছে, মার্কিন বন্দীদের মুক্তি তাদের বৈশ্বিক ‘স্বীকৃতি অর্জনের’ প্রচেষ্টারই অংশ। তাদের দাবি, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের অবস্থান শক্তিশালী করার একটি প্রচেষ্টা।
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর থেকেই তাদের সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিতর্ক রয়েছে। এখনও পর্যন্ত বিশ্বের বেশিরভাগ দেশ সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে কিছু দেশ কাবুলে তাদের কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তালেবান সরকার তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে,
তবে তাদের শাসনব্যবস্থায় মানবাধিকার ও নারীর অধিকারের বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক চাপ রয়েছে। চলতি বছরে সরকার কর্তৃক মুক্তি পাওয়া মার্কিন বন্দির সংখ্যা বেড়েছে, যা তাদের কূটনৈতিক পদক্ষেপের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, আফগানিস্তানের পরিস্থিতি এখনও অত্যন্ত জটিল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে স্বীকৃতি পেতে তালেবানদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলমান রয়েছে।
পড়ুন: নারীদের ব্যবহৃত স্থান দেখা যায়- এমন জানালা নিষিদ্ধ করল
দেখুন: অত্যাধুনিক সুপারকার বানাচ্ছে আফগানিস্তান |
ইম/