১৫/০৭/২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ
30.3 C
Dhaka
১৫/০৭/২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ

তাহসানের সঙ্গে বিচ্ছেদ মানতে পারছিলেন না মিথিলা

তাহসানের সঙ্গে ১১ বছরের সংসার ভেঙে যাওয়ার সময় নিজেকে সামলে নিতে পারছিলেন না মিথিলা। সম্প্রতি এক পডকাস্টে এসে নিজের ভাঙাচোরা সময়ের কথা অকপটে বললেন এই অভিনেত্রী ও সমাজকর্মী।

বললেন, ২০১৫ সালে আমরা আলাদা থাকতাম, কিন্তু তখনও বিশ্বাস ছিল সব ঠিক হয়ে যাবে। অপেক্ষা করছিলাম। মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলাম না। ২০১৭ তে বুঝলাম-এই সম্পর্কটা আর কাজ করবে না।”

তখন তিনি ছিলেন এক তরুণী মা, শিশুসন্তান কোলে। বয়স কম, অভিজ্ঞতা কম, কিন্তু দায়িত্ব পাহাড়সম। “আমি জানতামই না কীভাবে সিদ্ধান্ত নিতে হয়…”

সেই সংকটময় সময়ে নিজের অর্থনৈতিক স্বাধীনতাই তাকে আলো দেখিয়েছে মিথিলা বলেন, মেয়েদের নিজের একটা জায়গা থাকা জরুরি-সেটা বাবার বাড়ি নয়, শ্বশুরবাড়ি নয়, নিজের বাড়ি।

বিয়ের পরও পড়াশোনা, চাকরি চালিয়ে গেছেন মিথিলা। বললেন, তখন এতটা স্বাধীন ছিলেন না, যে একা বাচ্চা মানুষ করতে পারেন। তবুও লড়ে গেছেন-ভাঙা মন, একা জীবন আর অসমাপ্ত সম্পর্কের ছায়া বুকে নিয়ে।

একটা সময় ছিল, তারা ছিলেন পর্দার আদর্শ জুটি। “আমার গল্পে তুমি”, “মিস্টার অ্যান্ড মিসেস”, “ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম” নাটক হোক বা গান, তাহসান-মিথিলা মানেই ছিল ভালোবাসার এক কবিতা।

কিন্তু বাস্তব জীবনের কবিতা সবসময় ছন্দময় হয় না। কিছু সম্পর্ক শেষ হয়, কিন্তু থেকে যায় গল্প হয়ে।

পড়ুন: কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার

দেখুন: ওড়িশায় ট্রেন দুর্ঘটনা নিয়ে যা জানালেন সাংবাদিক তমাল সাহা 

ইম/

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন