26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে নয় মামলার আসামিসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পল্লবী থানার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইসমাইল হোসেন বিজয় (২৫), মেহেদী হাসান (২৪) ও ইব্রাহিম তালুকদার মিশুক (৩০)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ছুরি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।

আজ রবিবার (৯ মার্চ) ভোরে পল্লবী থানার ১২ নম্বর সেকশন আলীনগরস্থ নলেজিয়াম স্কুলের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে পল্লবী থানার ১২ নম্বর সেকশন আলীনগরস্থ নলেজিয়াম স্কুলের সামনে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্র থেকে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

রেকর্ডপত্র পর্যালোচলনায় জানা যায় গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন বিজয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা ও মেহেদী হাসানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এনএ/

দেখুন: জিম্মি থেকে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার, তিন ডাকাত আটক 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন