18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

চুয়াডাঙ্গায় তীব্র শীতের আভাস, খেটে-খাওয়া মানুষের কপালে চিন্তার ভাজ!

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা। প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। আজ সোমবার সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। তবে তাপমাত্রা ১২’র ওপরে থাকলেও তীব্র শীত অনুভূত হচ্ছে। আর রোববার ১১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়, যা চলতি বছরে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

স্থানীয় আবহাওয়া অফিস বলছে, এখন থেকে প্রতিনিয়ত তাপমাত্রা আরও কমবে। আগামী কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহও শুরু হতে পারে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, চলতি বছর একটু আগেভাগেই গত নভেম্বর মাস থেকে শীত পড়া শুরু করে এ জেলায়। এরপর থেকে তাপমাত্রা ১১ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মাঝে ওঠানামা করছে।

এর আগে গত শুক্রবার (৬ ডিসেম্বর) চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিন শনিবার (৭ ডিসেম্বর) ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর রোববার ১১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং আজ সোমবার ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, ‘শীত পড়লেও সকালে সূর্য উঠছে। তবে আজ আকাশে কুয়াশা ও নিম্নচাপের কারণে আকাশ মেঘলা। আগামীকালও এরকম থাকতে পারে। কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হবার সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা আরও কমে ১০ ডিগ্রির নিচে নামতে পারে।’

তীব্র শীতে খেটেখাওয়া মানুষের কপালে ভাঁজ

এদিকে, আগেভাগেই তীব্র শীতের আভাসে খেটে-খাওয়া ও দিনমজুর মানুষের কপালে চিন্তার ভাজ পড়েছে।

ভ্যানে ফেরি করে চালতা আচার বিক্রেতা জাফর আলী বলেন, বিরাট শীত এখুনি লাগছে। সামনে দিনে যদি শীত বাড়ে, বেচা-কেনা কমে যাবে। খুব চিন্তায় আছি।

দিনমজুর আব্বাস মিয়া বলেন, এই অগ্রহায়ণে এতো শীত। তাহলে তো পৌষ ও মাঘ মাসে আরও তীব্র শীত পড়বে। আমরা তো কোনো কাজ করতে পারবো না। সংসার চালাবো কিভাবে।

রিকসাচালক লিয়াকত বলেন, প্রচন্ড শীতে কোনো যাত্রীই পাবো না। আবার কোনো জনপ্রতিনিধিও এখন নেই।

উল্লেখ্য, ২০১৩ সালের জানুয়ারি মাসে ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়, যা গত ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন। আর গত শীত মৌসুমেও সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যেটা ২০২৩ সালের জানুয়ারিতে রেকর্ড করে আবহাওয়া অফিস।

দেখুন: ৮ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সে. | Winter | Cold Wave | BD | Nagorik TV

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন