২০/০৬/২০২৫, ৯:৫৭ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ৯:৫৭ পূর্বাহ্ণ

তুরস্কে যাচ্ছেন না পুতিন, বৈঠক হচ্ছে না জেলেনস্কির সঙ্গে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় অংশ নিতে তুরস্কে যাচ্ছেন না। খবর বিবিসির।

ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি আলোচনায় অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছিলেন।

জেলেনস্কি আলোচনার জন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় বৃহস্পতিবার পৌঁছাবেন এবং সেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন।

জেলেনস্কি ও পুতিন সর্বশেষ মুখোমুখি বৈঠক করেন ২০১৯ সালের ডিসেম্বরে। এরপর রাশিয়া ২০২২ সালের মার্চে ইউক্রেনে হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে আলোচনা হলেও দুই প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়নি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কে কোনো শর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানান। পরে জেলেনস্কি ঘোষণা দেন, তিনি আলোচনায় সরাসরি অংশ নিতে দেশটিতে যাবেন। তার আশা ছিল, পুতিন হয়তো সেখানে থাকবেন।

এদিকে মধ্যপ্রাচ্য সফরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সকালে ইঙ্গিত দেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় গেলে তিনিও যোগ দিতে পারেন।

যুক্তরাষ্ট্র এই আলোচনায় একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

পড়ুন : তুরস্ক যা‌চ্ছেন জে‌লেন‌স্কি, বৈঠক করবেন পুতিনের সঙ্গে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন