30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

চাল-তেল-মাংসের চড়া মূল্যে ম্লান সবজির স্বস্তির বাজার

বাজারে চাল-তেল-মাংসের দামে নাজেহাল হচ্ছে ক্রেতা। তবে শীতকালীন সবজিতে ভরেগেছে রাজধানীর বাজার দামেও স্বস্তি পাচ্ছে ক্রেতা। তারা জানান অসাধু ব্যবসায়ী ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। আর চাল মজুদের অভিযোগে আড়তদারদের ক্ষোভ কর্পোরেট কোম্পানিগুলোর ওপর।

রাজধানীর বাজারগুলোতে চোখ রাখলেই দেখা যায়  চালের বস্তার স্তূপ। বিপুল আমদানী, শুল্ক ছাড় কিংবা গত বছরের ধান মজুদের পরও অস্থির চালের বাজার।

আটশ , মিনিকেট, কিংবা নাজিরশাইল কেজিতে বেড়েছে ১০-১২ টাকা , মিনিকেট প্রতি বস্তায় বেড়েছে ৪শ থেকে ৬শ টাকা। মিলাররা দাম বাড়ানোর জন্য চাল মজুদ করেছিলেন। এখন আমদানির খবরে তারা চাল ছাড়তে শুরু করায় দাম কিছুটা কমেবে বলে মনে করছেন ক্রেতারা।

এদিকে গত কয়েকদিন ধরেই অস্থির সয়াবিন তেলের দর। লিটারে বেড়েছে ৮ টাকা করে। ৫ লিটারের কম তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে কোম্পানিগুলো। ব্যাবসায়ীদের অভিযোগ কর্পোরেট কোম্পানি ও মিলাারদের ওপর।

এদিকে শীত মৌসুমের প্রায়  সকল সবজি আর মাছের বাজার রয়েছে  ক্রেতাদের নাগালে । সর্বনিম্ন ৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে সবজি। দাম বেড়েছে মুরগির। ব্রয়লার বিক্রি হচ্ছে ২১০ এবং সোনালী মুরগির দর ৩৪০ টাকা পর্যন্ত। 

দাবী সঠিক মনিটরিংয়ের এর মাধ্যমে অদৃশ্য বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার দাবী করেছেন ভোক্তাসহ সকল স্তরের মানুষ।

এনএ/

আরও পড়ুন: টিসিবির জন্য ২৮৪ কোটি টাকার তেল-ডাল কেনা হচ্ছে

দেখুন: ২ টাকায় ফুলকপি, ৩ টাকা কেজি মুলা, তবুও নেই ক্রেতা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন