নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১২ বছর পেরিয়ে গেলেও, বিচার পায়নি স্বজনরা। পরিবারের দাবি নিখোঁজের রাতেই তাকে হত্যা করা হয়েছে।
২০১৩ সালের ৬ মার্চ বিকালে নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকায়, বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয় ত্বকী। এর দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকান্ডের প্রতিবাদে, ক্ষোভে ফেটে পরে সর্বস্তরের মানুষ।

মেধাবী ছাত্র ত্বকী হত্যার ১২ বছরেও মামলার অভিযোগপত্র দাখিল হয়নি।
স্বজনদের অভিযোগ শামীম ওসমানের পরিবার জড়িত থাকায়, ফ্যাসিষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তদন্ত বন্ধ ছিল। তাই বিচার কাজত দুরের কথা মামলার অভিযোগপত্রই দাখিল করেনি র্যাব।
হত্যাকান্ডের তদন্ত শেষ দাবি করে, র্যাবের সংবাদ সমেম্মলনের ১১ বছর পরও অভিযোগপত্র না দেয়ায়, হতাশ নিহতের পরিবার। ঘটনার সুষ্ঠু বিচার চান স্থানীয়রাও।
২০১৩ সালের ৮ মার্চ ত্বকির বাবা রফিউর রাব্বি বাদী হয়ে করেন হত্যা মামলা। হাইকোর্টের নির্দেশে যার তদন্তের দায়িত্ব পায় র্যাব। তদন্ত শেষ দাবি করলেও, অভিযোগপত্র দেয়নি র্যাব। এসবের প্রতিবাদে ১২ বছর যাবত মোমশিখা প্রজ্জলনসহ নানা কর্মসূচি পালন করছে, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চসহ নানা সংগঠন।
মানবধিকার সংগঠনের নেতাদেরও দাবি, হত্যাকান্ডের নেপথ্যের নায়কদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার।
জুলাই বিপ্লবের পর এ মামলা নিয়ে তৎপরতা বাড়িয়েছে র্যাব। নতুন করে ৬ জনকে গ্রেফতারও করা হয়েছে। যার মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছে। দ্রুত বিচার শেষ করে অপরাধীদের সাজা নিশ্চিতের দাবি স্বজন ও এলাকাবাসীর।
পড়ুন : ঝিনাইদহে প্রেমিকাকে না পেয়ে প্রেমিকের আত্মহত্যা
দেখুন : প্রেমিকার কারণে মায়ের সাথে এ কেমন আচরণ!
ইম/