শেরপুর-১ আসনের সাবেক ধানের শীষ প্রতীকের আলোচিত প্রার্থী, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, সে সকল নেতাকর্মীদের মূল্যায়ন করবে শেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে জনগনের ম্যান্ডেট নিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাতে হবে। এজন্য প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে যাওয়ার জন্য আহ্বান জানান তিনি। ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ১৩ জুন রাতে তার শেরপুর শহরের শিংপাড়াস্থ বাসভবনে নেতাকর্মীদের দেয়া ফুলেল শুভেচছা শেষে সংক্ষিপ্ত ভাষণে এসব কথা বলেন।
সদ্য ঘোষিত শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে একমাত্র নারী নেত্রী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় তাকে শেরপুর সদরসহ জেলার বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব প্রফেসর মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বলসহ আরো অনেকে।
