চার দিন ধরে প্রবল বৃষ্টিতে তীব্র বন্যার কবলে ভারতের ত্রিপুরা রাজ্য। চার দিনে মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) বৃষ্টির কারণে ভুমিধসে দুই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে।
রাজ্যটির আবহাওয়া অফিস জানিয়েছে, ত্রিপুরার বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আটটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজ্যটির ছ’টি জেলায় সব নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। গ্রামের পর গ্রাম ভেসে গেছে। বিঘা বিঘা ফসলি জমি তলিয়ে গেছে। ১৭ লক্ষ্যাধিক মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।