১৫/০৭/২০২৫, ৪:০২ পূর্বাহ্ণ
25.8 C
Dhaka
১৫/০৭/২০২৫, ৪:০২ পূর্বাহ্ণ

ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচল নিষিদ্ধ

বাংলাদেশ সীমান্ত এলাকায় চলাচলে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা। রাজ্যটির পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক এই নিষেধাজ্ঞা জারি করেন।

গতকাল সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এতে বলা হয় আগামী ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত  বাংলাদেশ সীমান্ত অঞ্চলের ৫০০ মিটারের মধ্যে রাতে সব ধরনের চলাচল বন্ধ থাকবে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২০ অক্টোবর) থেকে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত রাত ৮টা থেকে ভোর ৫টার মধ্যে আগরতলা এবং মোহনপুর মহকুমাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার বরাবর জনসাধারণের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে। আর এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসনের দাবি, গত দুই মাস ধরে বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশ শুরু হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার সময় ত্রিপুরায় অনেক বাংলাদেশি নাগরিককে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে।

এ কারণে দুই দেশের সীমান্তে মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক ড. বিশাল কুমার।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন