উপজেলা পর্যায়ে ময়মনসিংহের ত্রিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
প্রধান অতিথি বলেন, শ্রদ্বেয় শিক্ষকগন হলো জাতি গঠনের কারিগর। এমন প্রতিযোগীতা শিক্ষকদের মননে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিমের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসাররা উপস্থিত ছিলেন। একই দিনে বিকেলে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণীয় ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে বিভিন্ন ক্লাস্টার থেকে গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, নৃত্য, উপস্থাপনায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ।
এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ত্রিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


