35 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

থার্টি ফার্স্ট নাইটে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ার উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সারাদেশে তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করেছে। ঢাকা মহানগরীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহাপরিচালক জনাব খোন্দকার মোস্তাফিজুর রহমান, এনডিসি মহোদয়ের সার্বিক নিদের্শনা ও তত্ত্বাবধানে এবং জনাব তানভীর মমতাজ, পরিচালক (অপারেশন্স ও গোয়েন্দা), জনাব মোহাম্মদ মামুন মিয়া, পরিচালক (প্রশাসন), জনাব মোহাম্মদ বদরুদ্দীন, অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) ও জনাব এ কে এম শওকত ইসলাম, অতিরিক্ত পরিচালক, বিভাগীয় কার্যালয়, ঢাকার নেতৃত্বে ৮টি বিশেষ টিম অভিজাত এলাকাসমূহে বিশেষ অভিযান চালায়।

ঢাকাস্থ হোটেল ওয়েস্টিনে পরিচালিত বিশেষ অভিযানে ১৩৬ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ ও ৩২৬ ক্যান বিয়ার, হোটেল রেঁনেসায় বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ-৩২ বোতল, হোটেল রিজেন্সিতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ব্রান্ডের  বিদেশী মদ-৯১ বোতল ও বিয়ার-৩৬৭ ক্যান বিয়ার এবং ঢাকার শেরাটন, বনানী হতে ০৬ বোতল বিদেশী মদ  উদ্ধার করা হয়েছে।

এছাড়া, উত্তরার কিং ফিশার রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে ৬৭ বোতল বিদেশী মদ এবং ১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এবং মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ অব্যাহত রয়েছে।

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে দেশব্যাপী ২৮-৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযানে ১৫০৬ টি  অভিযান পরিচালনা করে ৩৬৮ টি মামলা দায়েরপূর্বক ৩৯৩  জনকে গ্রেফতার করেছে। অভিযান পরিচালনাকালীন সময়ে ৪২,০৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ বোতল ফেন্সিডিল, ৩৭৬ বোতল বিভিন্ন ব্রান্ডের বিলাতি মদ, বিয়ার- ৭০৯ ক্যান বিয়ার, টাপেন্টাডল ট্যাবলেট -১৯০৯ পিস, চোলাই মদ ৬৫২.৭ লিটার, ৬৬.২৪ কেজি গাঁজা এবং নগদ অর্থ ২,৯৭,৩৯৭/- উদ্ধার ও জব্দ করা হয়েছে।

এনএ/

আরও পড়ুন: থার্টি ফার্স্ট নাইটে ১৪৪ ধারা জারির মতো কঠোর ব্যবস্থা নিতে রিট

দেখুন: রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন