19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাস সেতু থেকে গভীর খাদে পড়ে যাওয়ায় প্রাণহানির এ ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনায় ভাগ্যক্রমে একটি মেয়ে শিশু বেঁচে গেছে। বাসটি সেতু থেকে প্রায় ৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। দেশটির উত্তর-পূর্ব লিম্পোপো প্রদেশে বাসটি একটি ব্যারিয়ারে ধাক্কা দেওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। নিচে পড়ে যাওয়া বাসে আগুন ধরে যায়।

যাত্রীরা সবাই ছিলেন তীর্থযাত্রী এবং তারা বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন থেকে মোরিয়া শহরে ইস্টার সার্ভিসে যাচ্ছিলেন। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকার পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাসটিতে মোট ৪৬ জন যাত্রী ছিলো। এ ঘটনার ৮ দিন আগেই দেশটিতে নিরাপদ সড়ক নিশ্চিতের অভিযান শুরু হয়েছে দেশটিতে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন