23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মার্শাল ল’ কিংবা সামরিক আইনের স্বল্পকালীন ঘোষণার জন্য বরখাস্ত হওয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৩০ ডিসেম্বর) দেশটির যৌথ তদন্ত দলগুলোর সদর দফতর এক বিবৃতিতে বলেছে যে তারা বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইউন’কে গ্রেফতারের জন্য আবেদন করেছে। সিউল ওয়েস্টার্ন ডিসট্রিক্ট আদালতে ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। এর আগে, গত ৩ ডিসেম্বর দেশে সামরিক আইন জারির জেরে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে তিনি অভিশংসিত হন। তাকে বরখাস্ত করা হয়। এরপর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু অভিশংসিত হন।

দেখুন: অভিনেতা নিলয়ের বউ হয়েও যে কারণে ব্র‍্যান্ড প্রমোশনে হৃদি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন