উজানের পানি ও অতিবৃষ্টির কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায়, ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। যার মধ্যে শুধু ফেনীতেই মারা গেছেন ২৩ জন।
বৃষ্টি ও ঢলের পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, বের হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনও পানিবন্দি অবস্থায় আছে প্রায় ৬ লাখ ৯৭ হাজার পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪ লাখ ৫৭ হাজারের বেশি।
মৃতদের মধ্যে পুরুষ ৪১ জন, ৬ নারী আর ১২ শিশু রয়েছে।
এদিকে, সার্বিকভাবে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায়, আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। স্বাভাবিক হচ্ছে বন্যাদুর্গত এলাকার যোগাযোগ। তবে ত্রাণের অভাবে অনেক এলাকার মানুষ ভোগান্তি পোহাচ্ছেন।