গাজায় নির্বিচার হামলার মধ্যেই, এবার পশ্চিম তীরের চারটি শহরে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে, গত প্রায় আড়াই দশকের মধ্যে সবচেয়ে বিস্তৃত পরিসরে হামলা করছে ইসরায়েল।
দেশটির দাবি, সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে তারা। এই অভিযান চলছে ফিলিস্তিনের অন্তত চারটি শহরে। এগুলো হলো- জেনিন, তুলকারম, নাবলুস ও তুবাস। ইসরায়েল বলছে, শহরগুলোতে ইরানের ছত্রছায়ায় আস্তানা গড়ে তুলেছে সন্ত্রাসীরা। এসব আস্তানা ধ্বংস করা হচ্ছে।