১০/১১/২০২৫, ৭:৫৭ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৭:৫৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

৫ দফা দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১২ অক্টোবর) সকালে শিববাড়ি মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনটির নেতারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদান পূর্বে মহানগরের শিববাড়ি এলাকা আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোঃ শফিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, জুলাই জাতীয় সনদ জাতির আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক। জনগণের ত্যাগকে অর্থবহ করতে এই সনদে দ্রুত আইনি স্বীকৃতি দিতে হবে। আমরা চাই নির্বাচনের আগে পিআর পদ্ধতি চালু করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হোক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ (কালিগঞ্জ) আসনের এমপি প্রার্থী মোঃ খায়রুল হাসান, গাজীপুর-২ (সদর) আসনের প্রার্থী মোঃ হোসেন আলী, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের প্রার্থী মোঃ সালাহ উদ্দিন আইউবী, গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনের প্রার্থী শাহ আলম বকশী, গাজীপুর-৬ (টঙ্গী) আসনের প্রার্থী ও তুরস্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপির প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হলেও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এখনো দেওয়া হয়নি। জামায়াতে ইসলামী মনে করে, এ সনদকে আইনি স্বীকৃতি প্রদান না করলে জনগণের আন্দোলনের অর্জন প্রশ্নবিদ্ধ হবে।

এতে আরও বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করা জরুরি, যা ভোটের সঠিক মূল্যায়ন, রাজনৈতিক ভারসাম্য ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় সহায়ক হবে। পাশাপাশি অতীতের দমন-নিপীড়ন, গুম-খুন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্থাপিত পাঁচ দফা দাবি:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের আয়োজন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত, অতীতের দমন-নিপীড়নের বিচার এবং স্বৈরাচারের দোসর দলসমূহের কার্যক্রম নিষিদ্ধ করা।স্মারকলিপিতে বলা হয়, “দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা ফিরবে, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং আগামি নির্বাচন হবে সত্যিকারের গণতান্ত্রিক।

পড়ুন: ঢাকা থেকে চুরি হওয়া ট্রাক যশোরের গ্যারেজ থেকে উদ্ধার, গ্রেপ্তার- ১

দেখুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন