১৩/০৬/২০২৫, ১৩:১০ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৩:১০ অপরাহ্ণ

দর্শক হিসেবে সিনেমাটি দেখে মনে হয়েছে পয়সা উসুল: জয়া

ঈদে নতুন দুই সিনেমা নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’। দুই সিনেমার প্রচারে ঈদের দিন থেকে বিভিন্ন হলে দর্শকের কাছে ছুটছেন এই অভিনেত্রী।

‘তাণ্ডব’ সিনেমার প্রচারে গিয়ে জয়া আহসান বলেন, ‘ঈদের সময় যখন সিনেমা রিলিজ হয়, তখন ঈদটা সিনেমাকে ঘিরেই হয়ে যায়। ঈদের দিন সকাল থেকেই সবাই খোঁজ নিই সিনেমাটি কেমন চলছে। ‘তাণ্ডব’ সিনেমার খবর নিয়ে জানতে পারলাম সকাল থেকেই সিনেমা হলে দর্শকের ভিড়। সিনেমাটি দেখার জন্য মানুষ একেবারে ক্রেজি হয়ে গেছে। এটা তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো বিষয়।’

‘তাণ্ডব’ দিয়ে এক দশকের বেশি সময় পর শাকিব খানের সঙ্গে কাজ করেছেন জয়া আহসান। অ্যাকশন ঘরানার এই সিনেমায় জয়া অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। আরও আছেন আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, এজাজুল ইসলাম, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া প্রমুখ।

দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখে জয়া আহসান বলেন, ‘আমি নিজে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখেছি। দর্শক হিসেবে আমার তো মনে হয়েছে টু হান্ড্রেড পার্সেন্ট পয়সা উশুল। সিনেপ্লেক্সের ভেতরেও দর্শক যেভাবে শিস বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সেটাতেই বলে দেয় ‘তাণ্ডব’ মানুষের কতটা ভালোবাসা পাচ্ছে।’

জয়া বলেন, ‘‘তাণ্ডব’ সিনেমার মূল হলো গল্প। আমাদের টিমটাও দুর্দান্ত ছিল। পর্দার সামনে ও পেছনে সবাই অনেক অ্যাফোর্ট দিয়েছে। আমার মনে হয় সিনেমাটি সবাই ভালোবাসবে। আমরা নিজেরাও অনেক আনন্দ নিয়ে কাজটি করেছি। এরইমধ্যে অনেক ফিডব্যাক পাচ্ছি।”

অন্যদিকে ‘উৎসব’ সিনেমার প্রচারেও প্রেক্ষাগৃহে যাচ্ছেন জয়া। গতকাল সিনেমা হলে গিয়ে দর্শকের সঙ্গে কুশল বিনিময় করেন জয়া আহসান।

এসময় তিনি বলেন, ‘দর্শকরাই বলছেন, ‘উৎসব’ সিনেমাটি অনেকদিন মানুষে মাঝে থেকে যাবে। এই সিনেমায় যতগুলো শিল্পী কাজ করেছেন সবাইকে একসঙ্গে করা সবচেয়ে কঠিন কাজ। আমি দেশ ও দেশের বাইরে বিক্ষিপ্তভাবে কাজ করে, চঞ্চল ভীষণ রকম ব্যস্ত শিল্পী, অপি পছন্দসই কাজ না হলে কাজ করেন না। এটা সম্ভব হয়েছে শুধু পরিচালকের কারণে। আমার মনে হয় সিনেমাটির যাত্রা অনেক লম্বা হবে। আর সিনেমা দেখতে গিয়ে আমি টিকিট পাইনি। এটা মনে হলে লজ্জা লাগছে। আশা করি নির্মাতা সবাইকে সিনেমাটি দেখার ব্যবস্থা করে দেবেন।’

পড়ুন: ৯ বছরের বড় জয়নবকে বিয়ে করলেন নাগার্জুনের ছোট ছেলে আখিল

দেখুন: পুতিনঘনিষ্ঠ ওয়াগনারপ্রধান কেন ‘পিঠে ছুরি মারতে’ উদ্যত

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন