বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়নভিত্তিক ‘সুপার ফাইভ’ নেতৃবৃন্দের অংশগ্রহণে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর আন্দুলবাড়ীয়া গ্রামের নিজ বাসভবনে সভাটি হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি মনিরুজ্জামান মনির।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, “দলের মধ্যে কোনো গ্রুপিং নয়। সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।”
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

