০৮/০৭/২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ

দাগনভূঞায় পিকআপ-সিএনজি সংঘর্ষে আহত ২, একজনের অবস্থা আশঙ্কাজনক

ফেনীর দাগনভূঞার বেকের বাজার গরুবাজারের সামনে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (৪ জুন) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি দাগনভূঞা বাজার থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দেয়। এতে পাঁচজন যাত্রী ছিলেন। বেকের বাজার গরুবাজারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ পাশের খোলা জায়গায় ঢোকার সময় পেছনের অংশের সঙ্গে সিএনজির সংঘর্ষ ঘটে। এতে দুজন যাত্রী গুরুতর আহত হন।

আহত যাত্রীরা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তাঁরা দাগনভূঞায় রাজমিস্ত্রীর কাজ করতেন এবং ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

ঘটনার পর দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

পড়ুন : ফেনীর দাগনভূঞায় স্টার লাইন বাস উল্টে খালে, আহত ৬

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন