শাহবাগ ব্লকেড কর্মসূচি পালনকালে পুলিশের হামলা ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারে ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে ‘ছাত্র সমাবেশ’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তী সময়ে বিক্ষোভ চলাকালীন পুলিশের হামলার অভিযোগ এনে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যে এসে অবস্থান নিয়ে তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আন্দোলনকারীরা বলেন, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের বিষয়ে দেশবাসী জানলেও এর কার্যত কোনো সমাধান করতে পারেনি সরকার। এতে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে।
তারা আরও বলেন, গত ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যারা প্রশ্নফাঁস করেছে, তাদের এখনো বিচার হয়নি। আর এই বিচারহীনতার কারণেই সেই গোষ্ঠীটি এখনো শক্তিশালী। পিএসসি সংস্কার এবং ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্মূল্যায়ন করতে হবে।
পড়ুন : ৪৪তম বিসিএসের ফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ, পুলিশের সঙ্গে হাতাহাতি