24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

পাঁচ দফা দাবিতে রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেলে কমপ্লিট শাটডাউন

স্বাস্থ্যখাত সংস্কারসহ ৫ দাবিতে, অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা। এতে ব্যাহত হচ্ছে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা।

এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি দেয়া বন্ধসহ ৫ দফা দাবিতে, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নেমেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল ৮টা থেকে হাসপাতালের সব ওয়ার্ডে দায়িত্ব পালন বন্ধ রেখেছেন তারা।

ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহবানে চিকিৎসকদের এমন সিদ্ধান্তে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এ কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছে মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরাও। তবে আন্দোলনের আওতামুক্ত রয়েছে জরুরী বিভাগ, অপারেশন ও বর্হিবিভাগ।

সারাদেশের মত ৫ দফা দাবিতে, রাজশাহী মেডিকেলেও চলছে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন। দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবীশরা। মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান নেওয়া ছাড়াও, মিছিল করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন তারা।

এদিকে, ময়মনসিংহে ৫ দফা দাবিতে বিক্ষোভ করেছেন, বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীরা। ম্যাটস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হটকারি সিদ্দান্তের বিরুদ্ধে এবং ৫ দফা দাবিতে, বিক্ষোভ করেন তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষানবীশ চিকিৎসকরা।

অন্যদিকে, বৈরী আবহাওয়া থাকায় রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার ডক্টর সোসাইটির সভাপতি, ডা. মাহফুজুর রহমান আরিফ, বৈষম্য বিরোধী আন্দোলন রংপুরের যুগ্ন আহবায়ক মুশফিকুর রহমান ফাহিমসহ অন্যান্যরা।

এনএ/

দেখুন: এটা দাবি নাকি হুমকি? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন