15 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

নতুন মন্ত্রিসভা গঠন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর, ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দলটির নেতা কিয়ার স্টারমার। এরইমধ্যে নতুন মন্ত্রিসভায় ২২ জন এমপিকে নিয়োগ দিয়েছেন তিনি, যার ১১ জনই নারী। তবে তাদের মধ্যে সবচেয়ে মনোযোগ আকর্ষণ করেছে অর্থমন্ত্রীর পদটি।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ শনিবার (৬ জুলাই) কিয়ার স্টারমারের প্রথম কার্যদিবস। দিনের শুরুতেই নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন স্টারমার। এরই মধ্যে মন্ত্রীসভায় ২২ জন এমপিকে নিয়োগ দিয়েছেন তিনি। যার মধ্যে ১১ জন নারী। তবে নতুন মন্ত্রিসভার কনিষ্ঠ পদগুলোতে নিয়োগ এখনও বাকি।

সাতাশ বছর পর চারশর বেশি আসনে জয় পাওয়া লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণে, যুক্তরাজ্যকে পুনর্র্নিমাণ ও পুনরাবিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় কাজ শুরু করেছেন তিনি।

যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক রেইচেল রিজ, যিনি যুক্তরাজ্যের ৮০০ বছরের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী। এছাড়াও প্রথমবারের মতো যুক্তরাজ্যের মন্ত্রিসভায় একজন মুসলিম নারী শাবানা মাহমুদ হয়েছেন আইন ও বিচার মন্ত্রী। উপপ্রধানমন্ত্রী পদে অ্যাঞ্জেলা রায়নার। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। আর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কুপার।

নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পাওয়া মন্ত্রীদের মধ্যে জন হ্যালি প্রতিরক্ষামন্ত্রী, ব্রিজেত ফিলিপসন শিক্ষামন্ত্রী, ওয়েস স্ট্রিটিং স্বাস্থ্যমন্ত্রী, এড মিলিব্যান্ড জ্বালানিমন্ত্রী, শাবানা মাহমুদ বিচারমন্ত্রী, জোনাথন রেনল্ড বাণিজ্যমন্ত্রী আর লিজ কেন্ডাল হয়েছেন শ্রম ও কারামন্ত্রী।

লেবার পার্টির নতুন মন্ত্রিসভায় এখন পর্যন্ত বাংলাদেশি বংশোদ্ভূত চার এমপির কাউকে ডাকা হয়নি। ব্রিটেনজুড়ে এবার সর্বোচ্চ সংখ্যক ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন আসনে প্রার্থী হয়েছিলেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বিরোধি দল লেবার পার্টি। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০ আসনের মধ্যে ৪১২টিতে জয় পায় কিয়ার স্টারমারের দল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন