দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই ট্রাকে নাবিল পরিবহনের বাস ধাক্কা দিলে পাঁচ যাত্রী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার (১৪ জুন) ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর এলাকায়।
হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়ামতুল্লাহ জানান, শুক্রবার রাত ১২টার দিকে ওই এলাকায় একটি আমবোঝাই পিকআপ ভ্যান উল্টে যায়। স্থানীয় প্রশাসন ও শ্রমিকরা সেটি সরিয়ে নিতে কাজ করছিলেন।
এরই মাঝে পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি কোচ রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনা কবলিত আমবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বিকল বালুবাহী ট্রাকেও ধাক্কা দেয়। এতে বাসের পাঁচ যাত্রী নিহত হন, যাদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।
ঘটনাস্থলে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও পুলিশের একটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।
পড়ুন: দিনাজপুর জেলা বিএনপির সভাপতির সঙ্গে শশরা ইউনিয়নের নেতা-কর্মীদের মতবিনিময়
এস