দিনাজপুরের বীরগঞ্জে একটি কবরস্থানে কঙ্কালের বস্তা পাওয়া গেছে। বীরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গোরস্থান নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা সংলগ্ন দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গোরস্থান মাদরাসার কিতাবখানার ছাত্র মোঃ আসাদুল আসাদ সোমবার বিকেলে দেখতে পান, পরে মঙ্গলবার সকালে শিক্ষকদের জানায়।
পুলিশের উপস্থিতিতে বিকেল ৩ টার সময় কবরে পুতে দেয়া হয়েছে। কিতাবখানার ছাত্র কিতাবখানার ছাত্র আসাদুল আসাদ বলেন, আমি বসে পড়তে পড়তে দেখি একটা বস্তা, কাছে গিয়ে বস্তা টি খুলে দেখি হাড্ডি।

নূরানী মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ রবিউল ইসলাম বলেন, সোমবার আছরের পরে ছাত্ররা ঘুরতে যায়, তখন ছাত্ররা বস্তা দেখতে পায়। ঐ বস্তা টির মুখ মোড়ানো ছিল, তারা খুলে দেখেছে হাড্ডি আর মাথার অংশের। আমি সেখানে গিয়ে কোনো নতুন কবর খোড়া পায়নি, পরে পুলিশের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে পুরাতন কবরে পুতে রাখি।
স্থানীয়রা জানান, এই কবরস্থানে জঙ্গলের কারণে প্রায় প্রতিদিন রাতে ছিনতাই ও ডাকাতি করছে। এখানে লাইট ও ঝাড় জঙ্গল কেটে পরিষ্কার করা খুবই জরুরি। এই কবরস্থান কে প্রাচীর দিয়ে কবর গুলো কে সুরক্ষিত করতে হবে। মাদক ও নেশার কারণে ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে। তাই এই জায়গায় প্রশাসনের সুনজর প্রয়োজন।
এবিষয়ে বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর গফুর মুঠোফোনে সত্যতা নিশ্চিত করে বলেন, সেখানে পুলিশের টিম টহল দেয় এবং আমি নিজেও তাদের সাথে টহলে যাই।
পড়ুন : দিনাজপুরের ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার