গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
আজ বৃহস্পতিবার বেলা বারোটায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ সারা দেশের সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন হয়রানির তীব্র প্রতিবাদ জানান। সাংবাদিকদের পর হামলা নির্যাতন ও হত্যার ঘটনার ধৈর্য দ্রুত আইনের আওতায় দাবি জানানো হয়। সেই সাথে সাংবাদিকদের নিরাপত্তায় কার্যকর আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।
দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদুর রহমানের সভাপতিত্বে কোষাধক্ষ্য আবুল কাশেমের সঞ্চালনায় মানববন্ধনের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

