০৮/১১/২০২৫, ০:০৮ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের হিলিতে চিকিৎসককে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে ওমর ফারুক ও তার স্ত্রী সুখী খাতুন, চন্ডিপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুন, দক্ষিণ বাসুদেবপুরের আব্দুর রশিদের ছেলে আমিরুল ইসলাম, মধ্য বাসুদেবপুরের কুতুব উদ্দীনের ছেলে খোকন মণ্ডল, আবু বক্করের ছেলে শাওন হোসেন, চন্ডিপুরের সাদেক হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, সাছেক হোসেনের ছেলে ওয়াদুদ হোসেন, আনোয়ার হোসেনের ছেলে আলতাব হোসেন ও মোজাম্মেল হকের ছেলে আহসান হাবীব।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হিলি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একটি ছাড়পত্র ইস্যু নিয়ে বিরোধের জেরে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মশিউর রহমানকে মারধর করেন অভিযুক্তরা। পরদিন শুক্রবার ডা. মশিউর বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর ১, তারিখ: ০১/০৮/২০২৫)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর ডিবি পুলিশের সহায়তায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরের বীরগঞ্জে নির্যাতনের প্রতিবাদে ছাত্রছাত্রীরা মানববন্ধন কর্মসূচি করেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন