০৮/১১/২০২৫, ৯:০৫ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ৯:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

দিনাজপুরে মাতাসাগরস্থ পালকীয় কেন্দ্র মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে গাছ ও বই দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এপি’র এসসিপিও বিপ্লব ক্লেমেন্ট মন্ডল। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুবলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন বাবলু, ইউএনডিসি’র সেক্রেটারী মোঃ জামাল উদ্দিন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেন টেকনিক্যাল স্পেশালিস্ট, শিক্ষা ও শিশু সুরক্ষা, দিনাজপুর এসিও জন পল স্কু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুব লিডার আল মমিন। সভাপতির বক্তব্যে সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, জীবন একটি ক্যানভাস, তাতে তোমাদের সফলতার ছবি আঁকতে হবে। প্রতিটি শিক্ষার্থীর একটি স্বপ্ন থাকে যা তাকে সফলতার উচ্চ শিকড়ে নিয়ে যাবে। ব্যর্থতাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাব এই হোক আমাদের ব্রত।

সবশেষে ১২২ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী রেজিস্ট্রার্ড শিশুদের মাঝে ১টি করে ফলদ গাছ ও ১টি করে ইংরেজি সহজ শিক্ষা বই তাদের সংবর্ধনা জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরের মাঝিপাড়া শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন