দিনাজপুর-৪ চিরিরবন্দর-খানসামা আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী- কর্নেল ‘অব’ মোস্তফিজুর রহমান চৌধুরী ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক বিএসসি।
চিরিরবন্দর-খানসামা উপজেলার বিভিন্ন স্হানে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজায় অংশগ্রহণকারী হিন্দু-ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কর্নেল ‘অব’জনাব মোস্তফিজুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য মোঃ আজিজার রহমান শাহ,আবু বকর সিদ্দিক চৌধুরী চেয়ারম্যান, ৪ নং খামারপাড়া, মহসিন আলী শাহ, খায়রুল আলম, নিজাম উদ্দিন, জাহিদুর রহমান জাহিদ,জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবদল নেতা শাহরিয়ার জামান শাহ নিপুন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি বলেন কর্নেল মোস্তফিজুর রহমান চৌধুরী ধর্মীয় সম্প্রীতির এই আয়োজনকে প্রশংসা করে বলেন,সকল ধর্মের মানুষ মিলেমিশে উৎসব পালনে পূজার শান্তিপূর্ণ আয়োজন ও সফলতা দেশ ও সমাজে শান্তি-সম্প্রীতি বজায় থাকে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

