বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩০ মে শুক্রবার দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক (স্থগিতকৃত) বখতিয়ার আহমেদ কচির আয়োজনে দিনাজপুর পৌর শহরের বিভিন্ন মাদ্রাসায় গরিব ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এছাড়াও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডে গরিবদের মাঝে খাদ্য বিতরণ ও জেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতেও তিনি অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা বিএনপি সাংগঠনিক ও সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, সর প্রচার সম্পাদক শরীফ জাকির হীরা, সহ দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন খোকন, জেলা কৃষক দলের সদস্য সচিব মজিবুর রহমান মজিব, দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম, সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, পৌর বিএনপি ত্রাণ সম্পাদক নাজিমুল হক লিটন, নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, পৌর বিএনপির জাহিদ হাবিব প্রমুখ।
পড়ুন : প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে দিনাজপুরে বিশেষ সেমিনার অনুষ্ঠিত


