17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত

দিনাজপুর শহরের বালুবাড়ীর বলাই মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রোজিনা খাতুন (২৫)। তিনি দিনাজপুরের বিরলের শংকরপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।

জানা গেছে, চিকিৎসার জন্য অটোরিকশা যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন রোজিনা। পরে জেলা শহরের বলাই মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুকন্যাসহ একটি অটো রিকশা যোগে মেডিকেল কলেজে যাচ্ছিলেন ওই নারী। বলাই মোড়ে অটোচালক দ্রুতগতিতে বাক নেওয়ার সময় শিশুসহ রাস্তার ওপর ছিটকে পড়ে মা রোজিনা খাতুন। এসময় পিছনে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় তিনি। তবে অলৌকিকভাবে শিশুটি অক্ষতভাবে প্রাণে বেঁচে যায়।।

পুলিশ জানায়- তারা ট্রাকটি জব্দ করেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টিএ/

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন