ঘট বিসর্জনের পর দুর্গা দেবীর চরণে সিঁদুর ছোঁয়ান সনাতন ধর্মাবলম্বী বিবাহীত নারীরা । এরপর সমবয়সি নারীরা মাতেন সিঁদুর খেলায়।
সকাল ১১টায় পর দিনাজপুর শহরের বিভিন্ন পুজা মন্ডপে শুর হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক গণেশকে দেয়া হবে বিসর্জন। দুর্গার বিদায়ে বিষাদের মাঝে আনন্দ কেবল সিঁদুর খেলায়।
মহাদশমীর দিনে দুর্গাপূজার বিদায়ের প্রাক্কালে বিবাহিত হিন্দু নারীরা সিঁদুর খেলা উৎসবে মেতে ওঠেন, যেখানে তারা একে অপরের মুখে সিঁদুর মাখিয়ে দেন ও মিষ্টি আদানপ্রদান করেন। এটি স্বামী-স্ত্রীর দীর্ঘায়ু এবং দাম্পত্য জীবনের সুখ কামনার প্রতীক, যেখানে দেবীর আশীর্বাদ প্রার্থনা করা হয়।
বিজ্ঞাপন
পড়ুন : দিনাজপুরে রথখোলা দুর্গা মন্দির পরিদর্শন করেন রংপুর রেঞ্জের ডিআইজি

