১৫/১১/২০২৫, ২০:২৮ অপরাহ্ণ
26 C
Dhaka
১৫/১১/২০২৫, ২০:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে পার্বতীপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ২৩

দিনাজপুরের পার্বতীপুরে যৌথবাহিনীর অভিযানে ২৩ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

শনিবার (২ আগষ্ট) দুপুরে শহরের নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন অফিসে দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর বসে আসছিল। শনিবার বিকাল ৩ টায় ঘটনাস্থলে অভিযান চালায় সেনাবাহিনী ও পার্বতীপুর মডেল থানা পুলিশের যৌথবাহিনীর একটি দল।

এসময় জুয়া খেলার অভিযোগে ঘটনাস্থল থেকে ২৩ জনকে আটক করা হয়। জব্দ করা হয় জুয়া খেলার উপকরণ, ১৭ টি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮ শ টাকা।

পরে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ভ্যাম্যমান আদালত পরিচালনা করে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

অভিযানে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও পাবতীপুর সেনাক্যাম্পের টহল দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে আটককৃতদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরের হিলিতে চিকিৎসককে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন