সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন ও বিএনপির এক সময়ের প্রভাবশালী নেত্রী সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হক (চকলেট) এর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করা হয়।
কবর জিয়ারতে অংশ নেন প্রয়াত মন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র শাহরিয়ার আক্তার হক (ডন)। এছাড়াও উপস্থিত ছিলেন খুরশীদ জাহান হক ক্যান্সার ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে আজাদ এবং দিনাজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনটি স্মরণে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
