দিনাজপুরে বিরলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে উপহার সমগ্রী বিতরণ করা হয়েছে।
গত বুধবার সকালে উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া বাজারে অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিরল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোল্লা সাজ্জিদ কাজল উপহার সামগ্রী বিতরণ করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাজ্জিদ কাজল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন- আপনারা আপনাদের দুর্গাপূজা আনন্দের মধ্যদিয়ে পালন করবেন, কাউকে ভয় পাবার কোন কারণ নেই। তবে কোন ব্যক্তি যদি বাধার কারণ হয়ে দাড়ায় আমাদের খবর দিবেন আমরা তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব। এদেশ আমাদের সকলের। প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই রাষ্ট্র সকল ধর্মের সমান অধিকার দিয়েছে, তাই আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের যেকোনো সমস্যায় যেকোন প্রয়োজনে আমার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবেন।
দুর্গাপূজা মন্ডপের সভাপতি’গণ বলেন- উপজেলা থেকে আমরা সহযোগিতা পেলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা চেয়ারম্যান পদপ্রার্থী গণ কখনো আমাদেরকে সহযোগিতা করেনি আমাদের পাশে আসে দাঁড়ায়নি। মোল্লা সাজ্জিদ কাজল ভাই খুব ভালো মানুষ। বিপদে-আপদে আমাদের পাশে থাকেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
পরিশেষে অত্র ইউনিয়নের সকল দুর্গাপূজা মন্ডপের সভপতি এবং সাধারণ সম্পাদক’গণ উপস্থিত থেকে উপহার সামগ্রী গ্রহণ করেন।
পড়ুন : দিনাজপুরে সমৃদ্ধি ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়


